[Chorus]
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
[Verse 1]
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না
[Pre-Chorus]
সোনাঝুরি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না
[Chorus]
কেউ জানবে না, কেউ জানবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
[Instrumental Break]
[Verse 2]
মোরাম গলি পিছনে চলি
যাওয়া সার তুই তো আর ফিরবি না
জমাট কুয়াশা, সরে যাওয়া দুরাশা
হারানো ঝিনুক তুলি
মোরাম গলি পিছনে চলি
যাওয়া সার তুই তো আর ফিরবি না
জমাট কুয়াশা, সরে যাওয়া দুরাশা
হারানো ঝিনুক তুলি
[Pre-Chorus]
জানি না রে, বুঝি না যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না
জানি না রে, বুঝি না যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না
[Chorus]
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
[Verse 3]
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না
[Pre-Chorus]
সোনাঝুড়ি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না
[Chorus]
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়