Video Obastob » Aia Lemonsky Lyrics | Musica Lyrics

Ver Video y Lyrics con la música del Genero Lyrics más popular de Aia Lemonsky y otros artistas en línea. Disfruta de las mejores canciones de 2025 en LetrasFM de música en línea. ¡Encuentra tu canción favorita y escúchala en cualquier momento y en cualquier lugar!

Video Obastob » Aia Lemonsky Lyrics

Aia Lemonsky - Obastob Lyrics


[Verse 1]
আমার সব অবাস্তব
অনেক বেশি আবেগী
প্রয়োজনে অবাঞ্ছিত
স্বপ্নঘোরে বিবাগী
সবার কাছ জীবন মানে
নিয়মে ঘেরা অনুনয়
আমার কাছে সেটা শুধুই অভিনয়

[Chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?

[Instrumental Break]

[Verse 2]
তীব্র ক্ষোভে ধার করা সুখ
কারণ বিহীন বিলীন হয়
ঘুনে খাওয়া স্মৃতি গুলো
ধুলোর মাঝে আটকে রয়
বিরামহীন খুঁজছি আজ
সব শেষের ঐ শেষটা তাই
নীলচে অবশ অলসতায়
দুঃখ গুলো হচ্ছে ছাই!
[Chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?

[Guitar Solo]

[Chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?

Obastob » Aia Lemonsky Letras !!!
Esta web no aloja ningun archivo mp3©LetrasFM.Info 2025 Colombia - Chile - Argentina - Mexico. All Rights Reserved.

Musica Online, Escuchar musica online , Musica En Linea, Musica en linea gratis, Escuchar Musica Gratis, Musica Online 2025, Escuchar Musica

Musica 2025, Musica 2025 Online, Escuchar Musica Gratis 2025, Musica 2025 Gratis, Escuchas, Musica de Moda.